Friday, 29 December 2023

জবা ফুলের উপকারিতা ও অপকার🌺

 🌺🌺🌺জবা, বোটক্স উদ্ভিদ নামেও পরিচিত। কারণ এটির প্রাকৃতিক বোটক্স প্রভাব রয়েছে। ত্বক ও চুলের যত্নের পাশাপাশি জবা পাতার চা স্বাস্থ্যের জন্য থেকেও বেশ উপকারী। এটি অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ যা রক্তচাপ নিয়ন্ত্রণে কাজ করে এবং টাইপ-২ ডায়াবেটিসেও উপকারী।🌺


উপকারিতা সমূহঃ

°°ওজন কমাতে সাহায্য করে জবা পাতার রস


°°শরীরের অতিরিক্ত চর্বি কমাতে ও বেশ কার্যকর ভূমিকা পালন করে জবা পাতার


°°যারা ক্ষুধা কমাতে চান,তারা নির্দ্বিধায় খেতে পারেন

এই পাতার রস।


°°উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে এটি অধিক উপকারী।


°°কিডনি রোগীদের জন্য এটি আশিবাদ স্বরূপ।


°°পিওথলিতে পাথর অপসারণে এ টি‌ কাজ করে।



অপকার সমূহঃ

 °°লো ব্লাড প্রেসার যাদের আছে তারা এই পাতার রস সেবনে খুব বেশি সচেতন হতে হবে।


°°এলার্জি সমস্যা রয়েছে এমন ব্যক্তিদের ও জবা পাতার রস সেবন না করা ই ভাল।


°°মাত্রাতিরিক্ত জবা পাতার রস সেবনে বমিবমি ভাব

হতে পারে।


°°মাথা ঘুরাতে পারে যেহেতু ব্লাড প্রেসার কমিয়ে দেয় তাই মাথা ঘুরাতে ই পারে।এটাই স্বাভাবিক ব্যাপার।


°°জবা পাতার রস খুব ঠান্ডা তাই। ফুসফুসের সংক্রমণ বাড়িয়ে দিতে পারে।


No comments:

Post a Comment

Carbonado, black diamond💣💣💥💥

  Carbonado, commonly known as black diamond, is one of the toughest forms of natural diamond. It is an impure, high-density, micro-porous f...